সচ্চিদানন্দ ধামে হরগোবিন্দ গোস্বামীর তিরোধান উৎসব শুরু কাল

সচ্চিদানন্দ ধামে হরগোবিন্দ গোস্বামীর তিরোধান উৎসব শুরু কাল
চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সচ্চিদানন্দ ধাম রাধামাধব মন্দিরে প্রভুপাদ শ্রীল হরগোবিন্দ ভক্তি সিদ্ধান্ত রত্নাকর গোস্বামীর ৩৮তম তিরোধান উৎসব তিনদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আগামীকাল ১ মে থেকে শুরু হবে। প্রভুপাদ শ্রীল হরগোবিন্দ ভক্তি সিদ্ধান্ত রত্নাকর গোস্বামী স্মৃতি সংসদ কেন্দ্ৰীয় কমিটি আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে-নগরকীর্ত্তন, দীক্ষাদান, ভোগরাগ, ভজন সঙ্গীত, শিষ্য সম্মেলন, তুলসী আরতি, অন্নপ্রসাদ ও মহাপ্রসাদ আস্বাদন, লীলা কীর্ত্তন, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। সমগ্র অনুষ্ঠানে
পৌরহিত্য করবেন প্রভুপাদ শ্রীল মিলন গোস্বামী গুরু মহারাজ। লীলা কীৰ্ত্তন পরিবেশন করবেন ফরিদপুরের বিশিষ্ট কীর্তনীয়া গোপেশ মোহন্ত। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.