মুক্তি কক্সবাজার এর উদ্যোগে সাধারণ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

মুক্তি কক্সবাজার এর উদ্যোগে সাধারণ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
মুক্তি কক্সবাজার  ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির অধীনে ২৯ এপ্রিল কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের সমৃদ্ধি কার্যালয়ে সাধারণ স্বাস্থ্য ক্যাম্প (চর্ম ও যৌন) অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার। উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জি আর এম জিহাদুল ইসলাম, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এবং ডাঃ মোঃ শাদমান রহমান (সৌমিক), এমবিবিএস।

উক্ত ক্যাম্পে বিনামূল্যে ১৭২ জন রোগীর চর্ম ও যৌন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয় যার মধ্যে ২৯ জন পুরুষ ও ১৪৩ জন নারী। এছাড়াও প্রত্যেক রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। উক্ত ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচি ও চৌফলদন্ডী শাখার সকল কর্মকর্তা কর্মীগণ।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.