কুতুবদিয়ায় কৃষ‌কের মাঠ দিবস পালিত

কুতুবদিয়ায় কৃষ‌কের মাঠ দিবস পালিত
কুতুবদিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর কৃষ‌কের  মাঠ দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কুতুবদিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার লেমশীখালী ইউনিয়নে এ  মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 
লেমশীখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ও সফল কৃষক মোঃ আরিফ হোসেনের  সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠা‌নে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার বিউটিসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, ব্রি ধান ৮৮ এর ফলন খুব ভালো। হেক্টর প্রতি ফলন ৮মে.টন। এটির ব্রি ধান ২৮ এর চেয়ে বেশী কিন্তু ৪-৫ দিন আগে কাটা যায়। চাল মাঝারি চিকন এবং ভাত ঝরঝরে। উপজেলা কৃষি কর্মকর্তা ব্রিধান ৮৮ এবং বিনা সরিষা ০৯  চাষাবাদের জন্য সকলের প্রতি আহবান জানান।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.