রামুতে পিতা-পুত্রকে গুলি করে ও কুপিয়ে হত্যা

রামুতে পিতা-পুত্রকে গুলি করে ও কুপিয়ে হত্যা
রামুতে পিতা-পুত্রকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ২১ এপ্রিল, রবিবার দিবাগত রাত ১ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২)। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গ্রামবাসী জানিয়েছেন, সোমবার রাতে গ্রামের একটি দোকানের সামনে একদল সশস্ত্র দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে বাবা-ছেলের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই মারা যান জাফর আলম ও তার ছেলে সেলিম। 
গ্রামবাসী আরও জানায়, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এমনকি সম্প্রতি গরু পাচারকে কেন্দ্র করে এ এলাকায় আরো একাধিক হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, সুরতাহাল প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি নিহতদের শরীরে ধারারো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে। তবে কিসের আঘাতে তাদের মৃত্যু হয়েছে জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। তিনি আরও জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.