ঈদগাঁও সদর ইউপি নির্বাচন : ১০ কেন্দ্রে ভোটার ২৩৬৯৩

ঈদগাঁও সদর ইউপি নির্বাচন : ১০ কেন্দ্রে ভোটার ২৩৬৯৩
ঈদগাও উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। তারমধ্যে, ঈদগাঁও সদর ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২৩ হাজার ৬৯৩ জন। যা ঈদগাও উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার। এরমধ্যে, পুরুষ ভোটার ১২ হাজার ৭৮৮ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৯ শত ৫ জন। এ ইউনিয়নে কোন হিজড়া ভোটার নাই। ৭ নম্বর ওয়ার্ডে ২টি এবং বাকী ৮টি ওয়ার্ডে একটি করে মোট ভোট কেন্দ্র রয়েছে ১০টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে মোট ৬৪ টি। 

কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে। 
সুত্র মতে, ঈদগাঁও সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঈদগাঁও আলমাছিয়া সিনিয়র মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার ২৬০০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১৪২৫ জন এবং মহিলা ভোটার ১১৭৫ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৭টি। ২ নম্বর ওয়ার্ডের আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার ২২০৯ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১১৯৯ জন এবং মহিলা ভোটার ১০১০ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি। ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২৬১২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১৪২৯ জন এবং মহিলা ভোটার ১১৮৩ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৭টি। ৪ নম্বর ওয়ার্ডের শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার ৩৩৮৯ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১৮২৯ জন এবং মহিলা ভোটার ১৫৬০ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৯টি। ৫ নম্বর ওয়ার্ডের কালির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২২৭৯ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১২০৩ জন এবং মহিলা ভোটার ১০৭৬ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৫টি। ৬ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৬২০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৮৭১ জন এবং মহিলা ভোটার ৭৪৯ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৪টি। ৭ নম্বর নম্বর ওয়ার্ডের ২টি ভোট কেন্দ্রের মধ্যে ভাদিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২০৯৫ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১১২৯ জন এবং মহিলা ভোটার ৯৬৬ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি। ৭ নম্বর নম্বর ওয়ার্ডের অপর ভোট কেন্দ্র আলী বিন আবি তালিব মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ২২৩২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১১২৯ জন এবং মহিলা ভোটার ১১০৩ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি। ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভোমারিয়াঘোনা ফোরকানিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার ২১৭৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১১৯৫ জন এবং মহিলা ভোটার ৯৭৮ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি। ৯ নম্বর ওয়ার্ডের ভোমারিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২৪৮৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১৩৩৮ জন এবং মহিলা ভোটার ১১৪৬ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৭টি।
এছাড়া, ঈদগাঁও সদর ইউনিয়নে সংরক্ষিত মহিলা ১ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৪২১ জন, সংরক্ষিত মহিলা ২ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭২৮৮ জন এবং সংরক্ষিত মহিলা ৩ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৮৯৮৪ জন।

ঈদগাঁও সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঈদগাও উপজেলা নির্বাচন অফিসার আবু সুফিয়ান রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ২৮ এপ্রিল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.