দেশে তৈরি প্রশিক্ষণ বিমান উড়তে পারে ২০ হাজার ফুট উচ্চতায়

দেশে তৈরি প্রশিক্ষণ বিমান উড়তে পারে ২০ হাজার ফুট উচ্চতায়
বাংলাদেশ বিমানবাহিনীর তৈরি প্রশিক্ষণ বিমান ‘বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার’ (বিবিটি) উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) বিমানবাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত তেজগাঁও বিমানবন্দরে সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিমানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ২০২০ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি) তৈরির যাত্রা শুরু হয়।
বিমানবাহিনীর নিজেদের চেষ্টায়, নিজেদের কারিগরি প্রযুক্তিতে, নিজেদের প্রকৌশলী ও লোকবল দিয়ে তৈরি করা হয় বাংলাদেশের প্রথম উড়োজাহাজ বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-১ (বিবিটি-১)। গত বছর ১২ ফেব্রুয়ারি বিমানটি প্রথম টেস্ট ফ্লাইটসম্পন্ন হয়। বিমানটি ১৮০ কিলোমিটার গতিতে ১০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম।
২০২১ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-২ (বিবিটি-২) বিমানের নির্মাণ ও প্রয়োজনীয়তার সম্ভাব্যতা যাচাই করার প্রক্রিয়া শুরু হয়। বিবিটি-২ সুনির্দিষ্ট বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে গত বছর ২৬ অক্টোবর সফলভাবে প্রথম উড্ডয়ন করে।

বিবিটি-২ ফিউজলাজটি নির্মাণে কাঠের ব্যবহার করা হয়েছে। সংযোগকারী অংশগুলো তৈরি করা হয়েছে অ্যাভিয়েশন গ্রেড স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে। বিমানটি সর্বোচ্চ ৫০০ কেজি নিয়ে ২০ হাজার ফুট উচ্চতায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এই অর্জন বাংলাদেশের গৌরবজ্জ্বল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত এক নতুন অধ্যায় সূচনা করেছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

বাংলাদেশ

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.