অস্ত্র ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

অস্ত্র ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
বেআইনী অস্ত্র ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে উখিয়ার ২/ইস্ট ক্যাম্পে এক অভিযানে এগুলো উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

১৪, এপিবিএন অধিনায়ক নাইমুল হক জানান, উখিয়ার কুতুপালং ২/ইস্ট ক্যাম্পের সাব ব্লক বি/ডাব্লিউ/৬ এ রোহিঙ্গা রফিক (২০) এর বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মনির আহাম্মদের ছেলে রফিক (২০) এর বসত ঘরের চাউলের ড্রামের ভিতর হতে ১ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এসময় গ্রেপ্তার রোহিঙ্গার ঘর থেকে একই ক্যাম্পের রোহিঙ্গা মৃত হোসেনের পুত্র মোঃ জলিল (৪৫) কে গ্রেপ্তার করা হয়। মোঃ জলিল আশ্রিত রোহিঙ্গার সকল সুযোগ ভোগ করলেও তার স্থায়ী ঠিকানা টেকনাফের গুদারবিল। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বলে এপিবিএন কর্মকর্তা জানান।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.