এভারেস্ট বেসক্যাম্পে বাংলাদেশের পতাকা উড়ালেন কক্সবাজারের আশিক

এভারেস্ট বেসক্যাম্পে বাংলাদেশের পতাকা উড়ালেন কক্সবাজারের আশিক

নেপালের হিমালয়ের পর্বতচূড়া এভারেস্ট বেসক্যাম্প সফলতার সাথে আরোহন করেছেন কক্সবাজারের কৃতি সন্তান শেখ আশিকুজ্জামান আশিক। নেপালে দক্ষিণ বেস ক্যাম্পে ৫,৩৬৪ মিটার (১৭,৫৯৯ ফুট) উচ্চতার এই ক্যাম্পে শেখ আশিকুজ্জামান আশিক গত ২২ অক্টোবর পৌঁছে গর্বের সাথে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডয়ন করেন।

শেখ আশিকুজ্জামান আশিক কক্সবাজারের এই প্রথম কোন নাগরিক হিসাবে এভারেস্ট বেসক্যাম্পে সফলতার সাথে আরোহন করেন। অদম্য মনোবল সম্পন্ন, মেধাবী ও সাহসী শেখ আশিকুজ্জামান আশিক কক্সবাজারের মধ্যম টেকপাড়ার মরহুম শেখ এত্তেজা হোসেন ও মরহুমা শেফাইতুল আলমের একমাত্র সন্তান। কক্সবাজার শহরের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘হোসেন ব্রাদার্স’ এর স্বত্বাধিকারী। স্বপ্নবাজ শেখ আশিকুজ্জামান আশিক টেকপাড়া সোসাইটির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যানমূলক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত।
তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (কসউবি) এর এসএসসি ২০০১ ব্যাচের কৃতি ছাত্র। টেকপাড়া সোসাইটির অভিনন্দন : কক্সবাজারের কৃতি সন্তান, টেকপাড়া সোসাইটি’র সাধারণ সম্পাদক শেখ আশিকুজ্জামান আশিক হিমালয়ের পর্বতচূড়া এভারেস্ট বেসক্যাম্প সফলতার সাথে আরোহন করায় সোসাইটির সভাপতি এম. জাহেদ উল্লাহ জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেদ উল্লাহ মিয়াভাই, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সোসাইটির নেতৃবৃন্দ সফল এভারেস্ট বেসক্যাম্প আরোহনকারী শেখ আশিকুজ্জামান আশিক এর উত্তরোত্তর আরো সফলতা দীর্ঘায়ু কামনা করেছেন।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

আন্তর্জাতিক

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.