বার্তা পরিবেশক :
কক্সবাজার সদর উপজেলাস্থ মুক্তিযোদ্ধাদের তালিকা পুনঃ যাচাই বাছাইয়ের জন্য নির্দেশনা এবং এ জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কমিটি গঠন কেন অবৈধ, মনগড়া, বেআইনী ও এখতিয়ার বহির্ভূত ঘোষনা করা হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট।
রীটের প্রাথমিক শুনানী শেষে মহামান্য বিচারপতি এফ,আর,এম নাজমুল হাসান ও বিচারপতি কে,এম কামরুল কাদের এর দ্বৈত বেঞ্চ উক্ত রুল জারি করেন। আগামী ৪ (চার) সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব, জামুকার চেয়ারম্যান, মহাপরিচালক, পরিচালক (উন্নয়ন) জামুকা, কক্সবাজার জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
া৩য় পৃষ্ঠার ৭ কলামে দেখুনা
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নিয়ে
(১ম পৃৃষ্ঠার পর)
মহামান্য আদালতের রীটের পক্ষে শুনানী করেন এডভোকেট সুভাষ চন্দ্র দাশ। শুনানীকালে তিনি জানান, বিগত ১৮-০৪-২০১৯ ইং তারিখে জামুকা কর্তৃক জারীকৃত স্মারক নং-৪৮.০২.০০০০.০০৩.১৪০.১৯.২৪১ অনুবলে প্রজ্ঞাপন দিয়ে পুনর্গঠিত কমিটির মাধ্যমে ১০% মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন করার জন্য নির্দেশ দিলে উক্ত নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে এডঃ আবুল কালাম আজাদ সহ অপর ৩০ জন মহামান্য হাইকোর্টে উক্ত রীট মামলা দায়ের করেন।